আশুলিয়ায় পুলিশের অভিযানে ১০ চাঁদাবাজ গ্রেফতার

 


‎আশুলিয়ায় ফুটপাতে ফলের দোকানে চাঁদাবাজীর সময় ৭ জনসহ মোট ১০ জন চাঁদাবাজকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এদের মধ্যে ঢাকা জেলার সেচ্ছাসেবক দলের নেতাসহ তিনজনকে পৃথক চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছে। 

‎ 

‎বুধবার (১৬ জুলাই) দুপুরে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর এসব তথ্য জানান।গ্রেফতারকৃত চাঁদাবাজদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

‎ 

‎ 

‎গ্রেফতারকৃতরা হলেন-চাঁদপুরের হাইমচর থানার চরকৃষ্ণপুর গ্রামের আঃ হাকিমের ছেলে মোঃ নাসির উদ্দিন (৩৩), নেত্রকোণার কেন্দুয়া থানার আমতলা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে রাজিব (২৬), খুলনার রূপসা থানার আইচগাতী সাহাবাড়ী গ্রামের মৃত না রায়ন দে'র ছেলে বাবু শ্রী শংকর দে (৪৭), পাবনার আতাইকুল থানার চমরপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে হান্নান প্রামানিক (৪২), নীলফামারীর জলঢাকা থানার তালুক গোলনা গ্রামের মৃত আলিয়ার রহমানের ছেলে মোঃ সুমন ইসলাম (১৯), সাভারের পাঁচ বনগ্রাম গ্রামের আঃ কাদেরের ছেলে মোঃ আল ইসলাম (২২) ও নরসিংদী জেলা সদরের পাঁচদোনা নেহামো গ্রামের মো. মনির হোসের ছেলে মোঃ ইসমাইল হোসেন বাবু (২১)। 

‎ 

‎অপর একটি চাঁদাবাজির মামলায় আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার মৃত আহসান উল্লাহ্ ভাসানীর ছেলে, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য মো. হালিম বাবু। এছাড়া রবিউল আউয়াল (১৯) ও মো. আব্দুল আউয়াল বাবলু (২২) নামের আরও দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। 

‎ 

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, জাতীয় স্মৃতিসৌধের পাশে ফুটওভার ব্রীজের নিচে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনের ফুটপাতে ফলের দোকান করে আসছিলেন মো. রাসেল হোসেন। গ্রেফতারকৃতরা গতকাল রাতে সেই দোকানে গিয়ে চাকু, খুর সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া প্রদর্শণ করে আতঙ্ক সৃষ্টি করে। পরে ফল বিক্রেতাকে খুর দিয়া হত্যা ও জখমের ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে স্বীকার করায় রাসেলের পকেট থেকে ফল বিক্রির ৭ হাজার ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় গ্রেফতারকৃত চাঁদাবাজরা। পরে আশেপাশের লোকজন থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। 

‎ 

‎পুলিশ জানায়, গতকাল রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় মহাসড়কের পাশের ফুটপাতে চাদাঁবাজীর অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে সড়কের পাশের বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায় করতো। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায় বাবদ প্রায় ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। 

‎ 

‎এদিকে, গত ২৩ এপ্রিল মোহাম্মদ আলী আকবর হোসেন নামের এক ইলেক্ট্রিক কন্ট্রাক্টরকে কৌশলে জঙ্গলে নিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়াসহ ৮ হাজার টাকা মুক্তিপণ আদায়ের মামলায় সেচ্ছাসেবক দলের ঢাকা জেলা কমিটির সদস্য মো. হালিম বাবু ওরফে দয়ালকে গ্রেফতার করে পুলিশ।

‎ 

‎ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর জানান, গত ২৪ ঘন্টায় আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ আশুলিয়ায় ঢাকা জেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ২০২৫ সালের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই – মোহাম্মদ আইয়ুব খান

সাভারে যুবদলের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত