সাভারে যুবদলের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত




০৫ জুলাই২০২৫ (শনিবার)  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি।
শনিবার, ৫ জুলাই বিকালে বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামে এ কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন মো: বিল্লাল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আইয়ুব খান।
বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুল রহমান, সাভার থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী মো: সুমন শিরালী, সাভার থানা যুবদলের শারজাহান ও বিরুলিয়া ইউনিয়ন যুবদলের মো: শাহাবুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনার রূপরেখা। তরুণদের উৎসাহিত করতে এর প্রচার চালানো হচ্ছে ওয়ার্ড ভিত্তিক উঠান বৈঠকের মাধ্যমে।
বক্তারা বলেন, “বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করতে যুবদল মাঠে আছে এবং থাকবে। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার রূপরেখা বাস্তবায়নই এখন সময়ের দাবি।”
কর্মসূচিতে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং জনগণের মাঝে ৩১ দফা রূপরেখার কপি বিতরণ করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ আশুলিয়ায় ঢাকা জেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ২০২৫ সালের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই – মোহাম্মদ আইয়ুব খান