আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে আশুলিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল

 


সাভারের আশুলিয়ায় অন্তর্বতীকালীন সরকারের নির্লিপ্ততার কারণে সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সকাল ১১ টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে শুরু করে বিভিন্ন মহাসড়ক ঘুরে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে করেন তারা। এ সময় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় তারা বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দ্রুত সমাধান করে সকল সন্ত্রাসী, চাঁদাবাজ ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এতে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ন -সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান সহ অন্যান্য নেতাকর্মী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ আশুলিয়ায় ঢাকা জেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ২০২৫ সালের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই – মোহাম্মদ আইয়ুব খান

সাভারে যুবদলের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত